আজমিরীগঞ্জের ব্যবসায়ীকে শ্বশুর বাড়িতে পিটিয়ে হত্যার অভিযোগ
তারিখ: ২৬-এপ্রিল-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে শ্বশুড়ের বিরুদ্ধে জামাতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, জামাতা শাহজাহান মিয়া (৩৫) কে শ্বশুর ও তার লোকজন মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ উঠে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের আব্দুর রশিদের পুত্র আজমিরীগঞ্জের ব্যবসায়ী শাহজাহান (৩৫) এর সাথে কাটখাল গ্রামের ইন্তাজ আলীর কন্যা হেলেনা আক্তার (৩০) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দুই সন্তান জন্মগ্রহণ করে। হেলেনার ফুফু মিঠামইন উপজেলার ভাইস চেয়ারম্যান ময়না খাতুন হেলেনার পিতার অসুস্থতার খবর দিয়ে তাকে পিত্রালয়ে নিয়ে যায়। ৪ মাস আগে তড়িগড়ি করে লেবানন পাঠিয়ে দেয়া হয়। শাহজাহান তার স্ত্রীকে ফিরিয়ে আনতে কয়েকবার শ্বশুরালয়ে যায়। কিন্তু তাকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। গতকাল বুধবার সকালে সে পুণরায় তার শ্বশুর বাড়িতে যায়। এ সময় শ্বশুর ইন্তাজ আলী ও তার লোকজন তাকে পিটিয়ে আহত করে মুখে বিষ ঢেলে দেয়। এদিকে শাহজাহানের পিতা রশিদ আলীকে খবর দেয়া হয় শাহজাহান শ্বশুর বাড়িতে বিষপান করেছে। খবর পেয়ে রশিদ আলী ও তার লোকজন সেখানে যান এবং তাকে উদ্ধার করে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে শাহজাহান মারা যায়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে।