আজমিরীগঞ্জে আ’লীগের সংঘর্ষের মামলায় ॥ সাংবাদিকসহ ৫ জন কারাগারে ১৭ জনের জামিন মঞ্জুর
তারিখ: ১২-জুলাই-২০১৮
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥

আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ ৫ আসামীকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করেছেন এবং ১৭ জন আসামীর জামিন মঞ্জুর করেন আদালত। গতকাল বুধবার দুপুর ২ টায় আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২৬ জন আসামির  মধ্যে ২২ জন উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ১৭ জনের জামিন মঞ্জুর করেন এবং ৫ জনের  জামিন না মুঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়াসহ আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা আহত হওয়ার ঘটনায় ইউনিয়ন যুবলীগ নেতা ও কাকাইলছেও ইউ,পি মেম্বার মোঃ বিল্লাল মিয়া বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন । এতে উপজেলা চেয়ারম্যান প্রয়াত আতর আলী মিয়ার ছোট ছেলে আসন্ন উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আলাউদ্দিনকে প্রধান আসামী এবং সাংবাদিক শেখ আমীর হামজাসহ ৪২ জনকে আসামী করা হয়। এছাড়াও মামলায়  অজ্ঞাত আরও ৪০/৪২ জনকে আসমি করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার দুপুর ২ টায় আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২৬ জন আসামির মধ্যে ২২ জন উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে ১৭ জনের জামিন মঞ্জুর করেন এবং সাংবাদিকসহ ৫ জনকে জামিন না মঞ্জুর করে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। কারাগারে প্রেরনকৃত আসামীরা হলেন উপজেলার বিরাট গ্রামের সামছু মিয়া (৫৫), স্বাধীন মিয়া (৪৬), নগর গ্রামের আমিনুল ইসলাম মভু (৪০), আনোয়ার হোসেন বিভুল (৩৫) ও সাংবাদিক শেখ আমির হামজা (২৭)।

প্রথম পাতা