হবিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
তারিখ: ১২-জুলাই-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন, পরিবার পরিকল্পনা সেবা যেমন মাতৃমৃত্যুর ঝুকি হৃাস করে, তেমনি নারীর প্রজনন স্বাস্থ্যকেও সুরক্ষা দেয়। পরিবার পরিকল্পনা শুধুমাত্র জীবন গঠনের জন্য নয়, এটা মানবাধিকার। এক্ষেত্রে পুরুষদেরকে আরো সক্রিয় ভুমিকা রাখতে হবে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক ফজলুল জাহিদ পাবেল, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সত্যজিত সাহা, উপ-পরিচালক সমাজসেবা হাবিবুর রহমান, সেইভ দা চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার ড. বিভাকর রায়। স্বাগত বক্তব্য রাখেন এমও এমসিএইচ এফপি ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা। উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভার সভাপত্তিত্ত্বে ও সহকারী পরিচালক মীর সাজেদুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনটিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মমতাজ বেগম, এসএসিএমও বিঞ্চুপদ রায় প্রমুখ। পরে মাঠ পর্যায়ে বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ট কর্মীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রথম পাতা