তাসনুভা-শামীম ফাউন্ডেশন-এর উদ্যোগে রোহিঙ্গা শিশুদের খৎনা
তারিখ: ১৫-অগাস্ট-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

তাসনুভা-শামীম ফাউন্ডেশনের উদ্যোগে মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজার উকিয়া উপজেলার ধুমধুম ক্যাম্পে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গা শিশুদের খৎনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। গত ৯ আগস্ট তাসনুভা-শামীম ফাউন্ডেশন হবিগঞ্জ-এর অর্থ্যায়নে ২য় প্রজেক্টে সম্পূর্ণ ফ্রি  খৎনা মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। ধুমধুম ক্যাম্পে অবস্থিত একটি হিফজখানার ২০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধসহ খৎনা সম্পন্ন করা হয়। এ সময় বিনামূল্যে,রোহিঙ্গা শিশুদের খৎনার কাজ সম্পন্ন করায় তাদের অভিভাবকরা তাসনুভা-শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদসহ কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রথম পাতা