উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বানিয়াচংয়ে একই পদে ১৫ বছর!
তারিখ: ১৫-অগাস্ট-২০১৮
বানিয়াচং প্রতিনিধি ॥

সরকারি বিধান হচ্ছে একই কর্মস্থলে কোনো কর্মকর্তা তিন বছরের বেশি থাকতে পারবেনা। তবে এর উল্টোটা ঘটেছে বানিয়াচং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার ক্ষেত্রে। তিনি দীর্ঘ ১৫বছর যাবত এই পদে অদ্যবধি পর্যন্ত কর্মরত আছেন। খোঁজ নিয়ে জানা যায়, কাওছার শোকরানা ২০০৩ সালের আগস্টে বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন ধরে একই অফিসের কর্মরত থাকার সুবাদে তিনি এখন ওই অফিসের বড় কর্তা! নিজেকে বেশ দাপটের সাথে পরিচয় দিয়ে চাকুরি করছেন ওই কর্মকর্তা। নানা অনিয়ম-দুর্নীতি করে কাঁড়ি-কাঁড়ি অর্থের মালিক হয়ে গেছেন। নামে-বেনামে প্রচুর জায়গা-জমিও কিনেছেন বলে অভিযোগ রয়েছে। কাওছার শোকরানা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা। জানা যায়, সরকারি চাকরিবিধি ও সর্বশেষ মন্ত্রি পরিষদের পরিপত্র অনুযায়ী একই কর্মস্থলে ৩ বছরের অধিক কর্মরত থাকার কেনো নিয়ম নাই। সরকারি আইন অমান্য করেন এই গুরুত্বপুর্ণ অফিসে কিভাবে ১৫বছর ধরে কর্মরত আছেন তিনি বিষয়টি স্থানীয়দের মাঝে রহস্যের সৃষ্টি হয়েছে। তার খুঁটির জোরই বা কোথায়। বেশ কয়েকবার উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ওই কর্মকর্তা বদলি হলেও অবৈধ অর্থের প্রভাবে উপর মহলকে ম্যানেজ করে বদলি ঠেকিয়ে এখনো বহাল তবিয়তে আছেন। স্থানীয় কিছু নেতাদের হাত করে ও কয়েক জনপ্রতিনিধিদের আস্কারায় নিয়মনীতির কোন তোয়াক্কা না করে তাদের সাথে সু-সম্পর্ক স্থাপন করে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কাওছার শোকরানার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক জেনেই পরে কথা বলি বলেই তড়িগড়ি করে ফোনের লাইন কেটে দেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকারের সাথে কথা হলে তিনি জানান, সরকারি বিধি মোতাবেক কর্মস্থলে ৩বছর হলেই তাকে অন্যত্র বদলির নিয়ম আছে। তবে উনি কি কারণে বা কিভাবে এতোদিন ধরে এই পদে কর্মরত আছেন তা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।

প্রথম পাতা