প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা
তারিখ: ১৩-সেপ্টেম্বর-২০১৮

নুরুল হুদা নিজের অপকর্ম ঢাকতে মিথ্যার আশ্রয় নিয়েছে
গত ১২ সেপ্টেম্বর দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় প্রকাশিত ‘মুক্তিযোদ্ধার পরিবারের জায়গা দখলের পায়তারা, হাতিরথানে দোকানঘর ভাংচুর করেছে দুর্র্বৃত্তরা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোছর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমুলক। সংবাদের নুরুল হুদা নিজের অপকর্ম ঢাকতে মিথ্যার আশ্রয় নিয়েছে। প্রকৃত ঘটনা হলো, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের হাতিরথান গ্রামের মুক্তিযোদ্ধা, মৃত সুবেদার শামছুল হুদার দুই কন্যা শিউলী বেগম ও শিরিন হকের নিকট থেকে তাদের প্রাপ্ত অংশ ৪ শতক জায়গা আমি ক্রয়সূত্রে মালিক। আমাদের নামে এস.এ রেকর্ডসহ যাবতীয় কাগজপত্র রয়েছে। আমার জায়গায় একজন ভাড়াটিয়া বর্তমানে ব্যবসা করে আসছে। সেই সুযোগে আমার জায়গার উপর কু-নজর পড়ে দোকান ভাড়াটিয়া মোতাব্বির মিয়া ও নুরুল হুদার। সম্প্রতি নুরুল হুদা ও মোতাব্বির মিয়া আমার জায়গার উপর জোর পূর্বক দেয়াল নির্মাণ করলে আমি বিষয়টি জানতে পারি। গত রবিবার আমার জায়গার উপর নুরুল হুদার জোর পূর্বক দেয়াল নির্মানের প্রতিবাদ করতে গেলে তিনি আমার দিকে থেড়ে আসেন। আমি একজন মহিলা মানুষ। আমার পক্ষে কি কারো জায়গা দখল করা সম্ভব হবে? মূলত আমার ক্রয়কৃত জায়গা নুরুল হুদা ফারুক ও তার ছেলে রুহিনসহ তার লোকজন দখল করতে না পেরে মরিয়া হয়ে উঠছে এবং আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ নিয়ে এলাকায় কয়েকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও নুরুল হুদা বিভিন্ন অজুহাত দেখিয়ে শালিস বৈঠক অমান্য করে আসছে। মুলতো নিজের অপকর্ম ঢাকতেই একের পর এক মিথ্যার আশ্রয় নিয়েছে নুরুল হুদাসহ তার লোকজন। গত রবিবার কোন ধরনের সংঘর্ষের ঘটনা ও ভাংচুরের ঘটনা ঘটেনি। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভূয়া ও ষড়যন্ত্রমুলক। এছাড়া সংবাদে উল্লেখ করা হয়েছে তার নিকট ১০ লাখ টাকা চাদা দাবি করা হয়েছে যা হাস্যকর ও পাগলের প্রলাভ ছাড়া আর কিছুই না। নুরুল হুদা আমার ক্রয়কৃত জায়গা আত্মসাত ও দখলের জন্য বিভিন্ন স্থানে দৌড়ঝাপ শুরু করেছে। এ সুযোগে নুরুল হুদা নিজে বাচতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মনগড়া সংবাদ পরিবেশন করেছে যা সম্পূর্ণ ভূয়া ও বানোয়াট। কাজেই পত্রিকায় প্রকাশিত সংবাদে কোন ধরনের বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই পাশাপাশি মিথ্যা ও কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হলে নুরুল হুদাসহ তার লোকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
প্রতিবাদকারী
ফুলেছা বেগম
হাতিরথান, পইল, হবিগঞ্জ।

প্রথম পাতা