মাধবপুরে রাইস মিলস্ থেকে শতাধিক বস্তা সরকারী চাল জব্দ করেছে প্রশাসন
তারিখ: ১৩-সেপ্টেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

মাধবপুর উপজেলার মীরনগর আদনান অটো রাইস মিলস্ থেকে ৯৪ বস্তা সরকারি চাউল জব্দ করেছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দেব চাউল জব্দ করে রক্ষিত গুডাউন সীলগালা করে দেন। এসময় থানার এস.আই কামাল হোসেন, আব্দুল ছাত্তার, খাদ্যগুদাম কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-সরকার হত দরিদ্রদের মধ্যে ১০ টাকা দরে চাউল বিক্রির নিমিত্তে সারা দেশের ন্যায় মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে ২জন ডিলার নিয়োগ দেয়া হয়। গতকাল জনৈক ডিলার চাউল বিক্রির কথা ছিল। ওই ডিলার কিছু চাউল বিক্রি করে বাকী চাউল জনৈক চাউল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। ওই চাউল ব্যবসায়ী আদনান অটো রাইস মিলের ক্রয়কৃত চাউল এনে সরকারি বস্তা পরিবর্তন করার সময় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে তা জব্দ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দেব জানান-৫০ কেজির ৬৯ বস্তা এবং ৩০ কেজির ২৫ বস্তা চাউল জব্দ করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবসা নেওয়ার জন্য খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রথম পাতা