৪ জন দরিদ্র ছাত্রের ভর্তির দায়িত্ব নিল ‘মানবিক হবিগঞ্জ’
তারিখ: ১২-জানুয়ারী-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

‘বিবেক জাগ্রত করুণ, মানবিক কাজে এগিয়ে আসুন’ এই শ্লোগান নিয়ে ‘মানবিক হবিগঞ্জ’ বিভিন্ন মানবিক কার্যক্রম শুরু করেছে। এরই ধাবাহিকতায় ৪ জন দরিদ্র ছাত্রের ভর্তির যাবতীয় যায়িত্ব নেয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের কোরেশনগরস্থ রাইটওয়ে একাডেমী মিলনায়তনে ২৮ জন সদস্যের উপস্থিতিতে এবং সবার আর্থিক সহযোগীতায় এ কার্যক্রম শুরু করা হয়। এতে মানবিক হবিগঞ্জ-এর আহবায়ক সমাজ কর্মী ও সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল আহমেদ রুমির পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদুল আফতাবুল আলম রিপন, মোঃ আব্দুল বাতেন, প্রাইমারী সহকারী শিক্ষক সুলতান মহিউদ্দিন সিহাব, শিক্ষক আব্দুস সালাম, রাইটওয়ে একাডেমীর অধ্যক্ষ আফজল আহমেদ, সৈয়দ সোহেল রানা, তোফাজ্জুল ইসলাম, আব্দুল মালেক বিজয়, শাহ আলিম তালুকদার, মোতাহের রহমান জুয়েল, সাংবাদিক হোসাইন মোঃ হেলিম, মোঃ মহিউদ্দিন, শাহ সাইফুল ইসলাম, মোঃ শামীম খান, রাহাদুর রহমান আকাশ, মোঃ নাহিদ হাসান, আরিফুল ইসলাম, মিজানুর রহমান, জামাল হোসেন, নাহিদ হাসান, মোঃ শাহ আলম, জয় দাস, মোঃ জুয়েল, আমিনুল ইসলাম শাকিল, শাওন আহমেদ, সিরাজুল ইসলাম চৌধুরী জয়, মোঃ উসমানগণী প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয় সংগঠনের নামে ব্যাংক একাউন্ট, সংবিধান এবং উপদেষ্টামন্ডলীর পুর্ণাঙ্গ তালিকা আগামী শুক্রবার পরবর্তী সভায় প্রকাশ করা এবং আত্মপ্রকাশ অনুষ্টানের পুর্ব পর্যন্ত নতুন সদস্য যাচাই-বাছাই করে নেয়া যাবে। উল্লেখ্য, গত ৬ জানুয়ারী রবিবার ২য় সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।