বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত
তারিখ: ১২-জানুয়ারী-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

গত বৃহষ্পতিবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা নির্বাহী সভাপতি মাওলানা মোহাম্মদ আনোয়ার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি হাফিজ আব্দুল হামিদ, জেলা সহ-সেক্রেটারী মাওলানা নোমান আহমদ, সহ-সেক্রেটারী এবং চুনারুঘাট থানা সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, হবিগঞ্জ শহর শাখার সভাপতি মাওলানা মুফতি মাহবুবুর রহমান, জেলা দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, জেলা নির্বাহী সদস্য, এবং ইমামবাড়ী জোন-এর সভাপতি মাওলানা আব্দুর রহমান, জেলা ছাত্র মজলিস নেতা কাজী ফাবাশ্বীর আহমদ প্রমুখ। বক্তাগন বলেন আগামী ২৭ জানুয়ারী রবিবার বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে কর্মীসম্মেলন/১৯ উক্ত সম্মেলনকে সফল করতে জেলার সকল পর্যায়ের নেতা কর্মীকে মাঠে কাজ করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, যেহেতু ভারতবর্ষ থেকে ইতিমধ্যে ইসলাম এবং মুসলমানদেরে বিতাড়িত করার পায়তারা শুরু হয়েগেছে, মায়ানমার থেকে মুসলমানদেরে বের করে দেওয়া হয়ে গেছে, ইন্ডিয়াতে লাখো লাখো মুসলমানদেরে নাগরিকত্ত দেওয়া হচ্ছেনা, মসজিদগুলো ভেঙ্গে ফেলা দেওয়ার হুমকি আসছে, তাই যে কোনো মুল্যেই হোক দলমত নির্বিশেষে সকল উলামায়েকেরামদেরকে এক ফ্ল্যাট ফরমে আসতে হবে। এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ইতিমধ্যে একশ্রেনীর নাস্তিক এবং মুশরিক আদাজল খেয়ে মাঠে নেমেছে অতএব সকলকে সাবধানতার সাথে কাজ করতে হবে। পৃথিবীর কোনো দেশেই ইসলাম এবং মুসলমানগন নিরাপদ নন তাই আলেমদেরে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। ইসলামী হুকুমত কায়েম হলে কিলাভ হবে তা জনসাধারনকে বুঝাতে হবে। দক্ষিন এশিয়া থেকে ইসলাম এবং মুসলমাদেরকে বিতাড়িত করার জন্য ইতিমধ্যে ভারত, চীন এবং রাশিয়া পায়তারা শুরু করেছে, এর প্রমান হল রোহিঙ্গা এবং আসামের মুসলমাদের দুর্দশা। এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই মাঠে ঝাপিয়ে পড়তে হবে, নিজের জান-মাল খরচ করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষে কাজ করতে হবে। তাহলেই আমরা কামিয়াব হব। পরিশেষে দলের আমীর প্রিন্সিপাল হাবিবুর রহমান (র)এর আত্মার মাগফেরাত কামনার্থে বিশেষ মোনাজাত করা হয়।