লাখাইয়ে নিজ দোকানে আগুণ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা
তারিখ: ২৩-ফেব্রুয়ারী-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে নিজ দোকানে আগুণ দিয়ে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এ নিয়ে চরম নিরপাত্তাহীনাতায় ভূগছেন তারা। তাই এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন নিরীহ প্রতিপক্ষের লোকজন। জানা যায়, মোড়াকরি গ্রামের আলমগীর মিয়া ও হাফিজ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত মোড়াকরি বাজারে একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা মোকদ্দমাও রয়েছে। সম্প্রতি এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলমগীর মিয়ার পক্ষের হাকিম মিয়া নামে এক যুবক নিহত ও বেশ কিছু লোকজন আহত হয়। পরে এ ঘটনায় নিহত হাকিমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের প্রেক্ষিতে ১৬ জন আসামী উচ্চ আদালতে আত্মসমর্পন করে জামিনে আসে। আর এতে করেই ক্ষিপ্ত হয়ে উঠে আলমগীর মিয়া ও তার লোকজন। পরে তারা জামিনে আসা আসামীদের বিরুদ্ধে আবারও নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার গভীর রাতে আলমগীর মিয়ার আত্মীয় একই গ্রামের লাল মিয়ার পুত্র আউয়াল মিয়ার একটি দোকান আগুণ দিয়ে পুড়িয়ে দেয়া হয়। যা জামিনে আসা আসামীদের উপর ফাসানোর চেষ্ঠা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলায় জামিনে আসা বাহার মিয়া। তিনি জানান, তারা জামিনে আসার পর থেকেই প্রতিপক্ষরা তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকির পাশাপাশি নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই প্রেক্ষিতে প্রতিপক্ষরা নিজ ঘরে আগুণ দিয়ে তাদেরকে ফাসানোর চেষ্ঠা করছে বলেও অভিযোগ করেন তিনি। একই অভিযোগ করেছেন জামিনে আসা তোফায়েল আহমেদ ও হান্নান মিয়াসহ জামিনে আসা অন্যান্য ভূক্তভোগীরা। এছাড়াও জামিনে আসা আসামীদের উপর লাখাই থানায় জামিন বাতিলের জন্য বেশ কিছু জিডিও করেন প্রতিপক্ষরা। যা তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।