শহরতলীর ভাদৈ খোয়াইর নদীর বাধে যুবলীগ নেতাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করার মামলায় ৩ জন কারাগারে
তারিখ: ২২-মার্চ-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

সদর উপজেলার পশ্চিম ভাদৈ খোয়াইর নদীর বাধে সোহেল মিয়া (৩০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করার মামলায় ৩ দাঙ্গাবাজকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান প্রধান তাদেরকে কারাগারে প্রেরণ করেন। তারা হলো, ওই এলাকার ছয়গড়িয়া গ্রামের কাজী আব্দুল হাই ওরফে নিম্মর মুন্সির পুত্র বাচ্চু মিয়া, ইয়াদ উল্লার পুত্র আব্দুল আলী ও মৃত রজিম আলীর পুত্র জুয়েল মিয়া। মামলার বিবরণে জানা যায়, লস্করপুর গ্রামের মানিক মিয়ার পুত্র নিজামপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া গত ২৭ অক্টোবর দুপুরে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণের জন্য ওই গ্রামের যান। এক পর্যাযে উল্লেখিতরাসহ আরও ৪/৫ জন সোহেল মিয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এতে সোহেলের নাড়ী-ভূড়ি বের হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সুস্থ হয়ে ফিরে আসে। এ ঘটনায় সোহেল সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।