চুনারুঘাটে লাইসেন্স না থাকায় ৩টি করাতকলের মালিককে জরিমানা
তারিখ: ১৬-মে-২০১৯
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটে লাইসেন্স না থাকায় ৩টি করাত কল (স’ মিল) এর মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি ও জান্নাত আরা লিসার নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জরিমানাপ্রাপ্ত করাত কলগুলো হল, ফজল মিয়া, ইসমাইল মিয়া ও সরাজ মিয়ার পরিচালিত করাত কল। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি জানান, ওই করাত কলগুলো লাইসেন্স না নিয়ে দীর্ঘদিন যাবত তাদের ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও বন থেকে চোরাইকৃত কাঠ এনে করাতগুলোর মাধ্যমে ছিড়ানো হয় বলেও অভিযোগ রয়েছে। তাবে ওই করাত কলগুলো লাইসেন্স না থাকায় তাদেরকে ৭ হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন চুনারুঘাট থানার একদল পুলিশ।