দালালদের গডফাদার সেলিমকে খুঁজছে পুলিশ ॥ সদর হাসপাতাল থেকে মহিলাসহ দুই দালাল আটক ॥ ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান
তারিখ: ১৬-মে-২০১৯
তারেক হাবিব ॥

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি ও সদর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে শহরের ইনাতাবাদ এলাকার সিরাজ মিয়া (৪০) ও বহুলা এলাকার সরুফা বেগম (৩৫) কে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করাদন্ড দেয়া হয়। এর মধ্যে সিরাজ মিয়াকে ১ মাস ও সরুফ বেগমকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক রথিন্দ্র চন্দ্র দেব, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হাসপাতাল দালাল নির্মূল কমিটির নেতা মুক্তিযোদ্ধা হায়দার আলীসহ সদর থানার একদল পুলিশ। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি জানান, এখন থেকে গ্রামগঞ্জ থেকে সাধারণ রোগীদের সাথে যারাই প্রতারণা করবে তাদের কে ছাড় দেয়া হবে না। তাদেরকে ধরে ধরে সাজা প্রদান করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, অভিযানের সময় শত-শত উৎসুখ জনতা এ অভিযানকে স্বাগত জানান। একই সাথে জনস্বার্থে এ অভিযান যেন অব্যাহত রাখা হয় তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়। অপরদিকে, ম্যাজিস্ট্রেটের এ অভিযানের পর পরই ফের হাসপাতাল এলাকায় সক্রিয় হয়ে দালালী শুরু করতে দেখা গেছে অনেক দালালকে। এর মধ্যে অন্যতম ও দালাল চক্রের গডফাদার সেলিম প্রকাশ্যেই তার কর্মকান্ড পরিচালনা করে। এসময় সে দম্ভোক্তি করে কয়েকজন লোকের কাছে বলে সব দালালদের ধরলেও প্রশাসন তাকে ধরবে না। তাই অচিরেই যেন দালাল সেলিমকে ধরা হয় তার জন্য দাবীও জানান অনেকেই। সদর থানার এসআই আতাউর রহমান জানান, দালালদের বিরুদ্ধে অভিযান চলমান। সকল দালালদেরই পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।