জমজমাট প্রচারণায় সরগরম পৌরসভার উপ-নির্বাচন ॥ ৪৭ হাজার ভোটারই নির্ধারণ করবে কে হচ্ছেন পৌর পিতা
তারিখ: ১২-জুন-২০১৯
জাকারিয়া চৌধুরী ॥

দিন যত গড়াচ্ছে জমজমাট প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠছে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন। ইতিমধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচার প্রচাণায় ব্যস্ত সময় পাড় করছেন। এবারের উপ-নির্বাচনে ভোট যুদ্ধে অংশ গ্রহন করছেন ৫ জন প্রর্থী। তারা হলেন, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান (নৌকা), নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারিকেল গাছ), এম ইসলাম তরফদার তনু (মোবাইল ফোন), মোঃ মর্তুজ আলী (চামচ), সৈয়দ কামরুল হাসান (জগ)। জানা যায়, বিগত সংসদ নির্বাচনে অংশ নেয়ার কারণে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে পদ ত্যাগ করতে হয় মেয়র আলহাজ্ব জি কে গউছকে। যে কারণে মেয়র পদটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে আগামী ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন হবে মর্মে তফসিল ঘোষণা করা হয়। ইতিমধ্যে নির্বাচনে জন্য সকল পক্রিয়া শেষে এবার ভোট গ্রহনের জন্য প্রস্তুত হচ্ছে হবিগঞ্জ পৌরসভা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে হবিগঞ্জ পৌরসভায় মোট ভোটার হল ৪৭ হাজার ৮শত ২০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৩ হাজার ৮শত ৩৮ জন। নারী ভোটার রয়েছে ২৩ হাজার ৯শত ৮২ জন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন আরো কয়েকশত ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস। সে ক্ষেত্রে ভোটার সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, আগামী ২৪ জুনের নির্বাচনে ৪৭ হাজার ৮শত ২০ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধান করবে কে হচ্ছেন হবিগঞ্জ পৌরসভার নতুন মেয়র। অপরদিকে, ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে যারা হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে জলাবদ্ধতা নিরসন, অবৈধ দখলদার মুক্তসহ পৌর উন্নয়নে কাজ করবে এমন ব্যক্তিকেই মেয়র হিসেবে দেখতে চান সচেতন মহলসহ সাধারণ ভোটাররা।

প্রথম পাতা