জলাবদ্ধতা নিরসনে ঝটিকা অভিযান ॥ শহরে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন
তারিখ: ১২-জুন-২০১৯
জাকারিয়া চৌধুরী/নিরঞ্জন গোস্বামী শুভ ॥

অবৈধ দখল আর দূষণের ফলে দিন দিন অতিষ্ঠ হয়ে উঠছে হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকাগুলো। ফলে রাস্তা দিয়ে চলাচল করাই যেন দূর্বিসহ হয়ে উঠছে। আর বৃষ্টি এলে ত’ কথাই নেই, অল্প বৃষ্টিতেই যেন হাটু পানি লেগে যায় শহরের বিভিন্ন অলিগলিতে। ফলে জনসাধারণের দূর্ভোগ যেন দিন দিন চরম আকার ধারণ করছে। তবে দীর্ঘদিন পর হলেও এসব সমস্যা সমাধানে ও জনসাধারণের দূর্ভোগ লাগবে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রেনের উপর অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক দোকানপাঠ এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানাসহ প্রশাসনের কর্মকর্তারা। জানা যায়, এক শ্রেণীর আসাধূ ব্যক্তিরা দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন এলাকায় সরকারী জায়গা ড্রেন, খাল ও পুরাতন খোয়াই নদীসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে ভোগ দখল করে আসছিল। আর এতে করে দিন দিন আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে তারা। ড্রেনসহ নদী নালা ও খালের উপর অবৈধ স্থাপনা নির্মানের ফলে সামান্য বৃষ্টি হলেই শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা নিরসন ও সরকারী জায়গা দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালানা করা হয়েছে। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। অভিযানকে সহযোগীতা করেন সদর মডেল থানার একদল পুলিশ। এদিকে, দীর্ঘদিন পর হলেও প্রশাসনের এরকম উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহলসহ স্থানীয় জনসাধারণ। তাদের দাবী শহরের জলাবদ্ধতা নিসরনে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পরিস্কার করতে হবে পানি নিস্কাশনের ড্রেনগুলো। এছাড়াও উচ্ছেদ হওয়া স্থাপনাগুলো যাতে করে পুণঃ নির্মান না করা হয় সে দিকেও লক্ষ্য রাখতে হবে বলেও মনে করেন তারা।

প্রথম পাতা