জেলা প্রশাসকের কার্যালয়ের মৃত সরকারী কর্মচারীদের স্বজনদের কাছে চেক বিতরণ
তারিখ: ১২-জুলাই-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মৃত সরকারি কর্মচারীদের পরিবারের মধ্যে সরকারি কল্যাণ তহবিলের টাকা বিতরণ করা হয়েছে। জেলার ১৫ জন মৃত সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের কাছে ১ কোটি ২৭ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।