আসামীদের ভয়ে বাড়ি ছাড়া ভোক্তভোগীরা ॥ চুনারুঘাটে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমিক ॥ ভয়-ভীতি প্রদর্শন
তারিখ: ১২-জুলাই-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে মামলা করেও বিপাকে পড়েছে এক নিরীহ পরিবার। মামলায় জামিনে মুক্তি পেয়ে ফের বাড়িতে এসে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি-ধামকিসহ নানান ধরণের ভয়ভীতি প্রদর্শন করছে তারা। এমনই অভিযোগ করেছেন মামলার বাদী ও ভোক্তভোগী মোঃ জমির আলী। সে ওই গ্রামের মৃত মঈন উল্লাহর পুত্র। জানা যায়, জমির আলীর সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল তার সৎভাই ও ভাতিজাদের। তারা হল, মোঃ আশ্বব আলী, মোঃ আব্বাছ মিয়া, মোঃ আলকাছ মিয়া, মোঃ আক্তার মিয়া, মোঃ উস্তার মিয়া, মোঃ কবির মিয়া, ছবির মিয়া। গত ২৬ জুন সন্ধ্যার দিকে জমির আলীর সৎ ভাই ও উল্লেখিত ভাতিজারা তার স্ত্রী আনোয়ারা খাতুন কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় সে তাকে কেন গালিগালাজ করা হচ্ছে জানতে চাইলে উল্লেখিতরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে তারা আনোয়ারা খাতুনের উপর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সে। পরে তারা বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা ঘরে থাকা টাকা পয়সাসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ৫ জুলাই জমির আলী বাদী হয়ে একটি মমালা দায়ের করে। যার মামলা নং-০৪। এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলায় আসামীরা আদালত থেকে জামিনে বের হয়ে বাড়িতে গিয়ে বাদী ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এছাড়াও তাদেরকে প্রাণনাশের ভয়ভীতিও দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন জমির আলী। এমতাবস্থায় আসামীদের ভয়ে বাড়ি ছাড়া ভোক্তভোগীরা।