শহরের আইয়ূব আলী ও পানসী রেস্তোরাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
তারিখ: ১৪-ফেব্রুয়ারী-২০২০
জাহেদ আলী মামুন ॥

হবিগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে অপরিচ্ছন্নতা ও মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন পৌরসভা রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

তিনি জানান, পুরাতন পৌরসভা রোডের আইয়ূব আলী রেস্তোরা ও পানসী হোটেলে অভিযানকালে অপরিচ্ছন্নতা ও মেয়াদ উত্তীর্ণ কিছু মালামাল পাওয়া যায়। যা দিয়ে তারা খাবার প্রস্তুত করত। এরই প্রেক্ষিতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ওই দুই হোটেলের মালিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকার সনত মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২ হাজার টাকা জরিমান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।