৩৬০ আওলিয়ার অন্যতম হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:)-এর ওয়াজ ও ওরছ সমাপ্ত
তারিখ: ১৪-ফেব্রুয়ারী-২০২০
প্রেস বিজ্ঞপ্তি ॥

গত বুধ ও বৃহস্পতিবার ছিল নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ জালাল (র:) এর সংগী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এর ২ দিন ব্যাপী ওয়াজ ও ওরুছ মোবারক। বুধবার ওয়াজ ও ওরুছের প্রথম দিন মাজার সংলগ্ন তাহার অধ:স্থন পুরুষ সাকির মোহাম্মদ লাখেরাজ খানেবাডীতে অবস্থিত বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিযা মাদ্রাসা প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে ওয়াজ ও ওরুছের কার্যক্রম শুরু হয়। বাদ জোহর পবিত্র মাজার শরীফে মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর পক্ষে গিলাফ ছড়ান আলহাজ্ব আব্দুল বারী চৌধুরী শহীদ, মাজার পরিচালনা কমিটির সভাপতি মাতাব উদ্দিন, সেক্রেটারি হাফিজ গিয়াস উদ্দিন তালুকদার, ক্যাশিয়ার মাসুক চৌধুরী, চন্দ্রচড় দরবার শরীফের সৈয়দ আব্দুর রউফ, দাউদ নগর হাবেলীর সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মোতাহার চৌধুরী, সহিদুর রহমান চৌধুরী, সহ অন্যানরা। গিলাফ ছড়ানোর পর গজল পরিবেশন করেন, মাদ্রাসার ছাত্র হাফেজ মিজান, হাফেজ বদরুল হাফেজ শাহিন, ফরিদ মিয়া এবং মধ্য রাত পর্যন্ত ওয়াজ করেন মোফাচ্ছিরে কোরআন হযরতুল আল্লামা গোলাম মোস্তফা নবীনগরী সাহেব, হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন ভুইয়া সাহেব, হযরত মাওলানা কাজী আব্দুল আলীম সাহেব, হযরত মাওলানা হাফেজ মকদ্দুছ আলী সাহেব, হযরত মাওলানা হাফেজ এখলাছুর রহমান খান সাহেব, হযরত মাওলানা ক্বারী আব্দুন নুর সাহেব, হযরত মাওলানা ক্বারী মজিবুর রহমান তাউস সাহেব প্রমূখ। বৃহস্পতিবার ওরুছের সমাপনি দিন সকাল থেকে মাজার মসজিদে পবিত্র কোরআন খতম, বাদ জোহর মাজার যিয়ারত, বাদ আছর মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মোতাওয়াল্লী পরিবারের পক্ষে শিন্নি বিতরন করা হয়। বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত মোতাওয়াল্লী মঞ্জিলে জিগির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ ও ওরুছে হাজার হাজার ভক্তগনের সমাগম হয় এবং ইহকাল ও পরকালের জন্য শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ওয়াজ ও ওরুছ সুষ্ট ভাবে শেষ হওয়ায় মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী ও মাজার পরিচালনা কমিটির সভাপতি মাতাব উদ্দিন, সেক্রেটারি হাফিজ গিয়াস উদ্দিন তালুকদার এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।