শায়েস্তাগঞ্জে দুই দিনে রেলের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
তারিখ: ১৪-ফেব্রুয়ারী-২০২০
অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অবৈধ দখলদারদের কবলে থাকা ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এর পুর্বে বুধবার একটি মাত্র বুলডোজার দিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলেও ২য় দিনে নতুন করে আরো দুইটি বুলডোজার উচ্ছেদ কার্যক্রমে নিয়ে আসা হয়। আর এতে করে নিমিষেই গুড়িয়ে দেয়া হয় সকল অবৈধ স্থাপনা। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ডেপুটি কমিশনার মোঃ নজরুল ইসলাম ও হবিগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার চার পাশে রেলওয়ের কোটি কোটি টাকার সরকারী সম্পত্তি দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে দখল করে রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে আইনি জটিলতা কাটিয়ে অবশেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ কার্যক্রম বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

এর পুর্বে অবৈধ স্থাপনা চিহ্নিত করার পর নিজ দায়িত্বে সকলকে স্থাপনা সরিয়ে নিতে রেলওয়ে কর্তৃপক্ষ মাইকিং করে। অভিযানে রেলওয়ে বিভাগ, হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।