নবীগঞ্জে সীমানা নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পরিবারের উপর প্রতিপক্ষের হামলা ॥ নিরাপত্তাহীনতায় পরিবার
তারিখ: ২৬-মার্চ-২০২০
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জের ১১নং গজনাইপুর ইউনিয়নের তারালিয়া গ্রামের সংখ্যালঘু এক পরিবারের সাথে সীমানা নিয়ে বিরোধের জেরে হামলার প্রতিবাদে থানায় অভিযোগ করায় হুমকি দিয়েছে গ্রামের প্রভাবশালী প্রতিপক্ষ। এর আগে বেশ কয়েকবার গ্রাম্য সালিশে বাড়ির সীমানার বিষয়টি সমাধান করে দেওয়া হলেও প্রতিপক্ষ বারবার জমি দখলের পাঁয়তারায় গায়ে পড়ে ঝগড়া লাগাচ্ছে বলে অভিযোগ করেছে সংখ্যালঘু ওই পরিবারটি। শুক্রবার সীমানা বাড়িয়ে জমি দখলের প্রতিবাদ করতে গেলে জমির মালিক সুধীর গোপ (৬৫), সুধীরের স্ত্রী সীতা রানী গোপ (৫৮) ও ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুচিত্র গোপের (২৫) উপর দা, লাঠিসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে একই গ্রামের রফিক আলী (৩২), সফিক আলী (২৮), জহুর আলী (৫৮), লালন মিয়া (৩৪) ও ছৈদন নেসা (৫৫)। আহত সুচিত্রকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সুধীর গোপ জানান, তাদের উপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয় । অভিযোগ দায়েরের পর থেকে জহুর আলীর লোকজন সুধীর গোপের পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে প্রতিপক্ষের লোকজন। এ অবস্থায় তিনি পরিবারের লোকজন নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি জানান, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবসহ স্থানীয় গণ্যমান্য লোকজন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন।
গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল বলেন, বিষয়টি আমি দেখছি। আশা করছি সমাধান হয়ে যাবে।
 

শেষ পাতা