মাধবপুরে স্বচ্ছতার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু
তারিখ: ৯-এপ্রিল-২০২০
মাধবপুর প্রতিনিধি ॥

করোনায় কাঁপছে গোটা বিশ্ব। সেই আঁচ লেগেছে বাংলাদেশেও। প্রাণঘাতী এই ভাইরাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। একদিকে কোভিড-১৯ আতঙ্ক অন্যদিকে বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা নিয়েই তাদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ।এমন পরিস্থিতিতে যখন অনেকেরই দিন কাটছে খেয়ে না খেয়ে ঠিক সেসময়ই একঝাঁক মানবতার ফেরিওয়ালাদের উদ্যোগে অনলাইন ভিত্তিক স¦চ্ছতা গ্রুপের অর্থায়নে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৩ শতাধিক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।বুধবার (৮এপ্রিল)সকালে উপজেলার মনতলা বাজার এলাকা থেকে এ ত্রাণ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেন স্বচ্ছতা গ্রুপের সদস্য সাদমান জহির, আল আমিন ইসলাম, মোঃ মামুন মিয়া, জাকারিয়া আহমেদ, আহাদ নাদিয়া, নজরুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর আলম, মমিন মিয়া, শামীম মিয়া, আশিকুর রহমান, অর্জুন পাল, আলআমিন কোরাইশী, আবু ইউসুফ প্রমুখ।

শেষ পাতা