মাধবপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে কে হচ্ছেন কাউন্সিলর ?
তারিখ: ১৪-জানুয়ারী-২০২১
রাজীব দেব রায় রাজু, মাধবপুর ॥

মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের সঙ্গে সঙ্গে কাউন্সিলর প্রার্থীরাও নেমে পড়েছেন ভোট যুদ্ধে। নিজেদের অবস্থান ও যোগ্যতা প্রমান করতে ভোটারদের নানা ভাবে বুঝাতে চেষ্টা করছেন প্রার্থীরা। মাধবপুর পৌরসভার প্রাণকেন্দ্র এবং ভিআইপি ওয়ার্ড হিসাবে পরিচিত পৌর এলাকার ৭নং ওয়ার্ড। ওই ওয়ার্ডে শেষ মুহুর্তে জমে উঠেছে ধুম-প্রচারণা। ভোটারদের মধ্যে এখন জল্পনা-কল্পানা কে হচ্ছেন এই ওয়ার্ডের কাউন্সিলর ?। এ নিয়ে মাধবপুর পৌর এলাকার মানুষের মধ্যে চলছে সড়ব আলোচনা। ৭নং ওয়ার্ডের মধ্যে রয়েছে মাধবপুর বাজার, উপজেলা কমপ্লেক্স, হাসপাতাল এলাকা, কয়েকটি আবাসিক এলাকা। এখানে অনেক সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ উচ্চ প্রদস্ত শ্রেণীর মানুষের বসবাস। যার ফলে অন্যান্য ওয়ার্ড থেকে এই ওয়ার্ডটি অত্যান্ত গুরুত্বপূর্ন বলে দাবী করছেন ভোটাররা। গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডে কাউন্সিলর হতে অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারের পৌরসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকে ৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা। তারা হলেন, বর্তমান কাউন্সিলর অজিত কুমার পাল (ব্লেক বোর্ড), কেশব লাল বনিক (উঠপাখি), পরিতোষ চন্দ্র পাল (ডালিম), আবুল খায়ের (পাঞ্জাবি), মোঃ বাবুল মিয়া (টেবিল ল্যাম্প)। এই ওয়ার্ডে অনেক ভিআইপি লোকদের বসবাস। তাই কাউন্সিলর নির্বাচনে য্যেগ্যতা, অভিজ্ঞতা ও সৎ ব্যাক্তি দেখে ভোট দিবেন এমনটাই মনে করেন সাধারন ভোটাররা। এই ওয়ার্ডে যারা প্রার্থী হয়েছেন তাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব পরিচিতি। তাদের মধ্যে বর্তমান কাউন্সিলর অজিত পাল বিগত দিনে তিন বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাই এই ওয়ার্ডে তার একটি নিজস্ব  পরিচিতি রয়েছে।

অপরদিকে, জহিরুল ইসলাম তার বাবার নামে বেশ পরিচিত। তার বাবা আদাঐর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সেলিম পৌর সভার অনেক প্রবীন লোকদের সঙ্গে রয়েছে সু-সম্পর্ক। সাবেক এই ছাত্রনেতা তার বাবার পরিচিতি টি কাজে লাগাতে চান। স্বর্ণ ব্যবসায়ী সমিতির মাধবপুর উপজেলার সাধারন সম্পাদক কেশব লাল বনিকের ব্যবসায়ী মহলে তার একটি গ্রহনযোগ্যতা রয়েছে। সাবেক ছাত্রনেতা পরিতোষ চন্দ্র পাল নবীন প্রার্থী হিসাবে ভোটারদের মন জয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন মাধবপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি আবুল খায়ের। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে তিনি উচ্চ শিক্ষিত। তাই তার মেধা ও ভালবাসা দিয়ে ভোটারদের মন জয় করতে চেষ্টা করছেন। বাবুল মিয়া সাধারন ভোটারদের মন জয় করতে নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই এই ওয়ার্ডে কে হবেন আগামী দিনের কাউন্সিলর তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। শেষ সময়ে চলছে প্রার্থীদের নিয়ে চুল-চেড়া বিশ্লেষণ।