মাধবপুরের সিএনজি চালক খেলুসহ নাসির নগরে ১২ ডাকাত গ্রেফতার
তারিখ: ১৪-জানুয়ারী-২০২১
স্টাফ রিপোর্টার ॥

ডাকাতির প্রস্তুতি কালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের সিএনজি চালক খেলু মিয়া, খান্দুর বাড়ির আল আমিন ও লাখাই উপজেলার বামৈ গ্রামের আব্দুল আজিজসহ ১২ জন ডাকাতকে নাসির নগরে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, লোহার রড, ছোড়া ও পলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আনন্দপুর-তিলপাড়া পাকা রাস্তার আনন্দপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম আরিছুল হক।

তিনি জানান, ওই দিন উল্লেখিত সময়ে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আনন্দপুর-তিলপাড়া পাকা রাস্তার আনন্দপুর ব্রীজ এলাকায় ডাকাতির প্রস্ততি নেয় ১৫/২০ জনের একদল ডাকাত। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম আরিছুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেনসহ একদল পুলিশ বুড়িশ্বর ও ফান্দাউক এলাকায় রাতব্যাপী অভিযান চালিয়ে হবিগঞ্জের ২ ডাকাতসহ ১২ জন ডাকাতকে গ্রেফতার করে। 

আটককৃত ডাকাতরা হলেন, মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের সিএনজি ড্রাইভার খেলু মিয়া (৩০), একই উপজেলার (খান্দুর বাড়ি) মির্জাপুর গ্রামের মোঃ আমিন মিয়া ছেলে মোঃ নাদিম মিয়া (২০), লাখাই উপজেলার বামৈ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল আজিজ (২০), নাসির নগর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে জলিল মিয়া (২৭), চাপরতলা গ্রামের ছুর রহমানের ছেলে সোহেল মিয়া (২০), বুড়িশ্বর গ্রামের কামাল মিয়ার ছেলে সজল মিয়া (২৪), একই গ্রামের (শ্রীঘর লম্বাহাটি)’র মোঃ ফরিদ মিয়া ছেলে মোঃ সাফি উদ্দিন (২০), লক্ষীপুর গ্রামের মোঃ বরজু মিয়ার ছেলে শাহজাহান মিয়া ওরফে মামুন (২৬), গুনিয়াউক গ্রামের কামাল মিয়া ছেলে মোঃ সরাজ মিয়া (২০), ফান্দাউক গ্রামের শামীম মিয়া (৩০), চাপরতলা গ্রামের জাকির হোসেনের ছেলে তারেক মিয়া (২৮), পূর্ব ভাগ গ্রামের আলমগীর (৩০, গুনিয়াউক গ্রামের ধনু মিয়া (৩০)। পরে তাদের বিরুদ্ধে নাসির নগর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।