জাকারিয়া চৌধুরী ॥ নতুন জেলা প্রশাসক ইশরাত জাহান আজ হবিগঞ্জে আসছেন। জেলা প্রশাসনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার তিনি হবিগঞ্জ আসলেও শনিবার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহনের কথা রয়েছে। এর পুর্বে ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব ইশরাত জাহানকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও মোহাম্মদ কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইশরাত জাহান ২২তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি যশোর সদরের বাসিন্দা।