শ^শুড়ের মামলায় পুলিশের ভয়ে পালিয়ে বেড়ালেও শেষ রক্ষা হয়নি দিপনের ॥ পইলে স্ত্রীর আত্মহত্যার এক মাস পর শ্মশানে গিয়ে স্বামীর বিষপানে আত্মহত্যা
তারিখ: ৫-মার্চ-২০২১
শাওন খান ॥

হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে স্ত্রী আত্মহত্যার পর শ্বশুর কর্তৃক মামলা দায়েরের পর পলাতক থেকে এক মাস পর স্বামী দিপন দাশ শ্মশানে গিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস পূর্বে পইল ইউনিয়নের লামাপইল গ্রামের দিপন দাশের (২৫) স্ত্রী রিমা দাশ (২১)পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে। পরে রিমার বাবা দিপন দাশসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর পর থেকে পুলিশ ভয়ে দিপন বাড়ি ছাড়া হয়। পরে দিপন বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশ্ববর্তী শ্বশানে গিয়ে বিষপান করে আত্মহত্যার করে। স্থানীয় লোকজন দিপনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, বিষপানে ওই যুবকের  মৃত্যু হয়েছে। হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেষ পাতা