মিরপুরে কুটুমবাড়ি ও বনফলসহ ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
তারিখ: ১৫-সেপ্টেম্বর-২০২১
স্টাফ রিপোর্টার \

বাহুবল উপজেলার মিরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে কুটুমবাড়ি, দ্যা বেঙ্গলফুডস ও বনফুল কনফেকশনারী এন্ড সুইটমিটকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, হবিগঞ্জ ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমান করে। জানা যায়, উপজেলার মিরপুর বাজারে কয়েকটি রেস্টুরেন্ট ও হোটেলে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে গতকাল উল্লেখিত সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে কুটুম বাড়িকে ৮ হাজার, দ্যা বেঙ্গল ফুডসকে ৫ হাজার ও নকল পন্য বিক্রয়ের কারনে বনফল কনফেকশনারী এন্ড সুইটমিটকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাহুবল থানা পুলিশের একটি সহযোগিতা করে।