শহরে ফের সক্রিয় গাড়ি চোর চক্র বাসস্ট্যান্ড থেকে প্রাইভেটকার উধাও
তারিখ: ১৪-অক্টোবর-২০২১
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ শহরে গাড়ি ও মোটর সাইকেল চোর চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। প্রায়ই কোনো না কোনো এলাকা থেকে মোটর সাইকেল ও যানবাহন চুরি হলেও কোনো যানবাহন উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও লোক দেখানোভাবে এক দুই জন চোর ধরা হয় তবে অনেকেই থেকে যায় ধরাছোয়ার বাইরে। আবার থানায় একাধিক সাধারণ ডায়েরী করলেও কোনো ফল পাচ্ছেন না মালিকরা। তবে হবিগঞ্জ জেলায় বড় ধরনের একটি গাড়ি চোরের সিন্ডিকেট রয়েছে। আর এতে জড়িয়ে পড়ছে প্রভাবশালী মহল। শহরের মোহনপুর এলাকার মৃত আব্দুন নুর মিয়ার ছেলে ব্যবসায়ী জসিম মিয়ার একটি সাদা রংয়ের প্রাইভেটকার যার রেজিঃ নং-(ঢাকা মেট্রো-গ-১৫-৭৬৬২) গত ৯ অক্টোবর সকাল ৮টার দিকে নতুন বাস টার্মিনাল এলাকার শেখ মটরসের সামনের রাস্তা থেকে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও কোন সন্ধান মিলেনি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা যায় একদল চোর সুকৌশলে গাড়িটি নিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ প্রশাসনের কাছেও সংরক্ষণ রয়েছে। জসিম মিয়া এ বিষয়ে গত ১০ অক্টোবর সদর থানায় সাধারণ ডায়েরী করেন। কিন্তু চুরির ৪ দিন পরও গাড়িটি উদ্ধার হয়নি।