গোপালপুরে হাতুড়িপেটায় আহত আব্দুস সহিদ অবশেষে মারা গেছেন
তারিখ: ৩-ডিসেম্বর-২০২১
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের গোপালপুর বাজারে হাতুড়িপেটায় আহত বৃদ্ধ আব্দুস সহিদ (৭৫) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তবে তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে মামলা করেছেন তার ছোট ভাই। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। তিনি
ওই গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র। জানা যায়, যাত্রাবড়বাড়ি নোয়াহাটি গ্রামের আব্দুস সহিদ একই গ্রামের তুলা মিয়ার পুত্র কাঠমিস্ত্রি জলফু মিয়ার কাছে দোকান ঠিক করার জন্য কিছু টাকা দেন। কিন্তু জলফু টাকা নিয়ে দোকান মেরামত করে দেয়নি। এ নিয়ে দুই জনের মাঝে বাকবিতন্ডা হয়। এর জের ধরে গত ৩০ নভেম্বর সকালে জলফু মিয়াসহ তাদের লোকজন সহিদ মিয়াকে গোপালপুর বাজারে একা পেয়ে হাতুড়িপেটা করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই দিন রাতে সহিদ মারা যান। ময়নাতদন্ত শেষে গত বুধবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল খালেক বাদি হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। তিনি বলেন, যেহেতু মামলা করা হয়েছে, সেহেতু আইনগত ব্যবস্থা নেয়া হবে।