বাহুবলে ড্রেনে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজ!
তারিখ: ৩-ডিসেম্বর-২০২১
বাহুবল প্রতিনিধি \

 বাহুবল উপজেলার মিরপুর বাজারে পানি নিস্কাশনের ড্রেনে তিনটি বিদ্যুতের খুঁটি রেখে ড্রেন নির্মাণ কাজ চলছে। এতে করে বর্ষা মৌসুমে এই ড্রেন দিয়ে পানি নিষ্কাশনে বাধা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। সরজমিনে দেখা যায়, উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের পানি নিস্কাশন ড্রেনেজ ব্যবস্থা সচল করতে ড্রেন নির্মাণ কাজ শুরু েেহছ। তবে এ ড্রেনের ভিতরে তিনটি হাই ভোল্টেজের বিদ্যুতের খুঁটি না সরিয়ে ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করতে নির্মাণ করা হচ্ছে। স্থানীয় জানায়, এটা অত্যন্ত দুঃখ
জনক। ড্রেনের ভিতর খুঁটি থাকলে পানি ও ময়লা ভালভাবে নিষ্কাশন হবে না, খুটিতে ময়লা আবর্জনা আটকে ড্রেন বন্ধ হয়ে যাবে। তাই সময় থাকতে এখনো খুঁটিগুলা সড়িয়ে ড্রেন নির্মাণ করা উচিৎ। তা না হলে ভবিষ্যতে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। মিরপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তারা মিয়া বলেন, আমরা ঠিকাদারের সাথে কথা বলেছি,তারা কাঠের দুটি খুুটি সরিয়ে দিবেন, নতুবা দেড়ফুট করে খুুটির পাশ বড় করে দেওয়ার জন্যও বলেছি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মোতাহার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই, খুটি সরানোর জন্য আমাদের কোন বাজেট নেই, তবে জনস্বার্থে কিছু করতে হলে ঠিকাদার যোগাযোগ করলে একটা ব্যবস্থা করা হবে। হবিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল বলেন, বিষয়টি আমার জানা নেই।