চুনারুঘাটে শীত আসতেই গরম কাপড় বিক্রির ধুম
তারিখ: ৩-ডিসেম্বর-২০২১
চুনারুঘাট প্রতিনিধি \

শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চুনারুঘাটে গরম কাপড় কেনার ধুম পড়েছে। পৌর শহরের ঈদগাহ এলাকায় গড়ে ওঠা গরম কাপড়ের মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়েছে। অভিজাত বিপণি বিতানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্যে করা গেছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে দোকানিরা গরম কাপড়ের দোকান নিয়ে বসেছে। তবে শীতের তীব্রতা বাড়লেও অর্থের অভাবে গরম কাপড় কিনতে পারছেন না হতদরিদ্র।
উপজেলার শ্রীবাড়ী চা বাগানের গৌতম বলেন, ‘শীত শুরু হয়েছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবও রয়েছে। তাই কোনোভাবেই শরীরে ঠান্ডা লাগানো যাবে না। নিজের ও পরিবারের জন্য শীতের শুরুতেই গরম কাপড় কিনছি।’ পত্রিকা বিক্রেতা আব্দুস সত্তার বলেন, ‘শীত থেকে রেহাই পেতে গরম কাপড় কিনেছি। শীত শুরু হওয়ায় শীতবস্ত্র কিনতে মানুষের ভিড় বাড়ছে।’ কাপড় বিক্রেতা ইউনুস আলী বলেন, ‘শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের বিক্রি কিছুটা বাড়ছে।’
চুনারুঘাট ব্যাকস সেক্রেটারি অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল বলেন, ‘গরম কাপড় বিক্রির জন্য আমরা ঈদ গাঁ এলাকায় স্থান নির্ধারণ করে দিয়েছি। ওখানে পর্যাপ্ত দোকানও বসছে। শীত বেড়ে যাওয়ায় ক্রেতাও বাড়ছে।’