বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি নির্বাচনে নৌকার মাঝি রেখাছ
তারিখ: ১৪-মে-২০২২
স্টাফ রিপোর্টার \
বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন নির্বাচনে নৌকার মাঝি হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া। গতকাল শুক্রবার দিবাগত রাতে রেখাছ মিয়া নিজেই বিষয়টি দৈনিক হবিগঞ্জ সমাচারকে নিশ্চিত করেন। তিনি বলেন, দল আমাকে নৌকার টিকিট দিয়েছে। আশাকরি আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে এ ইউনিয়নটি দলকে উপহার দিতে পারব। এর পুর্বে আ’লীগের দলীয় টিকিট পেতে ৪জন প্রার্থী মাঠে নামেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ আালী সোহেল ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ আহমেদ। 
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৭ মে। বাছাই ১৯ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোট হবে ইভিএম পদ্বতিতে। এই ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৫শ ১১জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬শ ৭১ জন। মহিলা ভোটার ৯ হাজার ৮শ ৪০ জন। উপজেলা নির্বাচন অফিসার আরমান ভুইয়া জানান, নির্বাচনের জন্য সকল প্রস্ততি গ্রহণ করে রেখেছি। নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু ভাবে হয় এজন্য যা যা করার আমরা করবো।