মধ্যপ্রাচ্যে চুনারুঘাটের ২ প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের মরদেহ দ্রæত দেশে পাঠানোর ব্যবস্থা করছেন প্রাবাসী স্বেচ্ছাসেবী সংঘটনের নেতৃবৃন্দ। ডুবাই প্রবাসী আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের সেলিম মিয়া'র একমাত্র পুত্র নাইমুর রহমান শিমুল (২৩) সোমবার রাতে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। সকালে সহকর্মীরা কাজে যাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে তার মরদেহ দেখতে পান। ধারনা করা হচ্ছে ঘুমের মধ্যে হৃদযন্ত্র বন্ধ হয়ে সে মারা যায়। পরে স্থানীয় নিয়মানুযায়ী পুলিশ ও ডাক্তার এসে তার মরদেহ হিমাগারে রাখেন। খবর পেয়ে তার মা-বাবা ও পরিবার পরিজন কান্নায় ভেঙ্গে পড়েন এবং জ্ঞান হারান।
এদিকে, সৌদিআরব প্রবাসী একই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের নুরুজ মিয়ার পুত্র আব্দুল মোতালেব (২৫) রাতে ঘুমানোর পর হৃদরোগে আক্রান্ত হলে তাকে একটি হাসপাতালে নেয়ার পর মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে পরিবার ও প্রতিবেশিদের মাঝে শোক নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে অনেকেই শোক প্রকাশ করেন। তাদের মরদেহ শিগগিরই দেশে পাঠানো হবে বলে সৌদিআরব ও দুবাইয়ে বসবাসরত বাংলাদেশীরা জানিয়েছেন।