শহরের বেবিষ্ট্যান্ডে এসি বিস্ফোরণে দি ল্যাব এইড হাসপাতালে অগ্নিকাণ্ড
তারিখ: ২৭-সেপ্টেম্বর-২০২৩
আখলাছ আহমেদ প্রিয় \

হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় দি ল্যাব এইড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর মডেল থানা পুলিশ ৭ রোগীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এতে ভয়াবহ অগ্নিকান্ড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে হাসপাতালটি।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় শহরে দি ল্যাব এইড হাসপাতালে নিচতলায় প্যাথলজি বিভাগে এসি বিস্ফোরনের ঘটনা ঘটে। এরপর মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনের ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে রোগীরা এদিক-সেদিক ছুটাছুটি করে। এতে কয়েকজন রোগী আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৭ রোগীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এদিকে, ভয়াবহ এ অগ্নিকাÐের ঘটনায় বেবিষ্ট্যান্ড এলাকায় দেখা দেয় আগুন আতঙ্ক। ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে হইচই শুরু করেন।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘নিচতলায় এসি বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের ধোয়ায় হাসপাতাল আছন্ন হয়ে পড়ে। রোগীরা আতঙ্কিত হয়ে পড়লে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে’।