লাখাইয়ে কবর থেকে বের হচ্ছে ধোঁয়া উৎসুক জনতার ভীড়
তারিখ: ২৭-সেপ্টেম্বর-২০২৩
স্টাফ রিপোর্টার \

লাখাই উপজেলা সদরে স্বজন গ্রামে একটি কবরবস্থান থেকে ধোঁয়া বের হওয়া নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। বিষয়টি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার জন্ম দেয়। অনেকেই কবরের মাটি থেকে ধোয়া উড়ার দৃশ্যটি দেখতে ভিড় করছেন। তবে এই ধোয়া বের হওয়া নিয়ে নানাজনের নানা মত পাওয়া গেছে। আলেমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছেন, এটি মহান আল্লাহ তায়ালার নির্দশন। আল্লাহ তার দুনিয়াতে থাকা মানুষজনকে সতর্ক করতে গিয়েই হয়তবা ওই ব্যক্তির কবরে এমন দৃশ্যের অবতারণা করছেন। তবে মৃত্তিকা গবেষকদের বক্তব্য তাৎক্ষনিক পাওয়া না গেলেও ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যম ঘেটে জানা গেছে, হয়তোবা মাটির মধ্যে কোনো রায়সানিক বিক্রিয়ার কারণেও এটিও হতে পারে। তবে যে যাই বলুক, এই ঘটনা নিয়ে ওই এলাকার এক শ্রেণির মানুষের মাঝে ওই কবরে আযাব চলছে। যা অনেকটা গুজব আকারে দ্রæত ছড়িয়ে পড়ছে। গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত শত শত মানুষ ওই কবরটি এক নজর দেখার জন্য ভিড় করছেন।
তবে জানা গেছে, গত ১৫ দিন আগে এক ব্যক্তি মারা যান। ওই সময় আরেক ব্যক্তিও মারা যান। কিন্তু দুই ব্যক্তির কবর পাশাপাশি হলেও শুধুমাত্র একটি কবর থেকে ধোয়া বের হওয়ায় তা দ্রæত মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে।