হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় রাস্তায় বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে। জানা যায় নাতিরাবাদ এলাকার মৃত আবু মিয়ার ছেলে মোঃ ইদ্রিছ মিয়া বাড়ীর চলাচলের রাস্তায় জবান উল্লার ছেলে আব্দুল আলী জোরপূর্বক বেড়া নির্মাণ করে এমনকি ইদ্রিছ মিয়ার পরিবারকে ৫ দিন পর্যন্ত ঘরে বন্দি করে রাখে। এতে ইদ্রিছ মিয়া বাঁধা দিলে ছালেক মিয়ার নির্দেশে আব্দুল আলী নেতৃত্বে শতাধিক লোকজন ইদ্রিছ মিয়া ও তার ভাই ভাতিজার উপর অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি নেতাসহ ৫জন গুরুতর আহত হয়। আহতরা হল ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাহিদ মিয়া (৫৫), ইদ্রিছ মিয়া (৮০), নিলুফা (৪৫), সিয়াম (১১), ললিতা (৬৫), আছিয়া (৩০), রিয়াদ (১৮)। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উক্ত রাস্তা নিয়ে ইদ্রিছ মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেন। আব্দুল আলী গংরা গতকাল ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক রাস্তায় বেড়া নির্মাণ করে।