হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে সাম্পান ফাউন্ডেশন (ইউকে) এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল ৩টায় চক্রমোহনা তাকওয়া জামে মসজিদ কমপ্লেক্সে শামীম রশিদ এর পৃষ্টপোষকতায় বৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার তপন ভট্টাচার্য। এতে ২৫ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও দুটি ফুটবল ক্লাবকে জার্সি ও খেলার সামগ্রী প্রদান করা হয়।