শায়েস্তাগঞ্জে দেশি-বিদেশি মাদক ও নগদ টাকাসহ ব্যবসায়ী আটক
তারিখ: ২৪-জানুয়ারী-২০২৫
স্টাফ রিপোর্টার \

 শায়েস্তাগঞ্জে দেশি-বিদেশি মাদক ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারী) রাত ১০ টায় উপজেলার অলিপুর থেকে তাকে আটক করা হয়। সে মাধবপুর উপজেলার আশ্রফপুর গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে। 
পুলিশ জানায়, আটককৃত শিপন মিয়া দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় দেশি-বিদেশি মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গতকাল রাতে শায়েস্তাগঞ্জের অলিপুরে মাদক বিক্রির উদ্দেশ্যে ওই এলাকার আহাদ মিয়ার মার্কেটের কাছে সে অবস্থান করে। বিষয়টি জানতে পেরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ-এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ তার কাছ থেকে ৭১ পিছ ইয়াবা,  ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯ টি অফিসার চয়েজ বিদেশী মদের বোতল ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা জব্দ করে। 
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, বিভিন্ন প্রকারের মাদকসহ শিপন মিয়াকে আটক করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।