রতনপুরে পাওনা টাকা নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ক্ষতক্ষিত
তারিখ: ২৯-অগাস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের রতনপুর গ্রামে পাওনা টাকা নিয়ে দা দিয়ে কুপিয়ে সামছুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গুরুতর জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ওই গ্রামের মৃত ছুরত আলীর পুত্র সামছুল হক (৪৫), নিজামপুর বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে পাওনা টাকা নিয়ে একই গ্রামের রতনপুর গ্রামের জাবেদ আলী মাষ্টারের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জনি মিয়াকে সামছুল হককে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম পাতা