মাধবপুরে আওয়ামীলীগ নেতা নজরুলের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
তারিখ: ২৯-অগাস্ট-২০২৫
স্টাফ রিপোর্র্টার \

মাধবপুুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগি বাদি হয়ে শাহজিবাজার ক্যাম্প কমান্ডার ও মাধবপুর থানায় অভিযোগ দিয়েছেন।  অভিযুক্ত অন্যান্যরা হলেন, নজরুল মিয়ার  সহোদর জালাল মিয়া, নুর ইসলাম ও দুলাল মিয়া। 
অভিযোগে বলা হয়, উপজেলার শাহপুর এলাকার মোঃ তাউছ মিয়ার ছেলে মোঃ নাজমুল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানীতে বালু ও বাঁশ সরবরাহের ব্যবসা করে আসছেন। বিভিন্ন সময় নজরুল মিয়া তার সাথে যৌথভাবে ব্যবসা করার জন্য চাপ সৃষ্টি করছিল। এতে নাজমুুল অনিহা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে নজরুল। এক পর্যায়ে সে বিভিন্ন সময় নাজমুুলের ব্যবসার কাজে  বাধা সৃৃষ্টি করে এবং তাকে  নিয়ে ব্যবসা না করলে টাকা দেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় শাহপুর বাজারে তাকে একা পেয়ে নজরুল, তার ভাই জালাল মিয়া, নুর ইসলাম ও দুলাল মিয়া হামলা চালায়। এ সময় উল্লেখিতরা তাকে এলোপাতারীভাবে মারধর করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। অভিযোগে তিনি নজরুল ও তার সহোদরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

প্রথম পাতা