মাধবপুরে টিয়া পাখি নিয়ে ফেসবুকে ভিডিও দেওয়ায় বিপাকে পড়েছেন এক স্কুল শিক্ষিকা। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসানকে ফোনে বিষয়টি অবহিত করে ওই শিক্ষিকাকে সতর্ক করেন। শিক্ষিকার নাম তন্নী রহমান। তিনি মাধবপুর উপজেলার মাঝিশ্বাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, 'তন্নী বøগ' নামে একটি ফেসবুক আইডি থেকে তিনি নিয়মিত শিক্ষামূলক ভিডিও ছাড়েন। এর মধ্যে টিয়া পাখি নিয়ে একটি ভিডিও পোস্ট করায় বন বিভাগের আপত্তি ওঠে। তাদের দাবি, এতে অন্যরা বন্যপ্রাণী পালনে উদ্বুদ্ধ হচ্ছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ লঙ্ঘিত হচ্ছে। এ আইনে বন্যপ্রাণী রাখা, পালন বা প্রদর্শন করা বেআইনি। তাই বন বিভাগ টিয়ার ভিডিওটি অপসারণের পরামর্শ দিয়েছে।
তন্নী রহমান বলেন, "টিয়া পাখিটি আমার নয়। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে শুধু ভিডিও ধারণ করেছি। আমি বন্যপ্রাণী পালন করি না এবং বন্যপ্রাণী আইনের প্রতি শ্রদ্ধাশীল। বন বিভাগ আমাকে ভুল বুঝেছে।"
হবিগঞ্জের পাখি প্রেমিক সোসাইটির যুগ্ম আহŸায়ক বিশ্বজিৎ পাল বলেন, "তন্নী মূলত বিনোদনের উদ্দেশ্যে ভিডিও দিয়েছেন। তিনি কোনো অপরাধমূলক কাজ করেননি। যেহেতু তিনি জনপ্রিয় শিক্ষিকা, তাই চাইব তিনি বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকা রাখুন।"
হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, "টিয়া পাখি নিয়ে ভিডিও প্রচার করলে অন্যরা বন্যপ্রাণী পালতে উদ্বুদ্ধ হবে। এজন্য তাকে সচেতনতামূলক পাল্টা ভিডিও দেওয়ার পরামর্শ দিয়েছি। অন্যথায় আমরা আইনের প্রয়োগে বাধ্য হব।"