সৈয়দা রিজওয়ানা হাসান ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পুরাতন খোয়াই নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ
তারিখ: ২৪-এপ্রিল-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)-এর নির্বাহী পরিচালক হবিগঞ্জের কৃতি সন্তান পরিবেশ নেত্রী সৈয়দা রিজওয়ানা হাসান ও তার স্বামী আবু বক্কর সিদ্দিক লিটু-এর সাথে ঢাকাস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাত করেছেন পুরাতন খোয়াই নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার রাত ৮টায় এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, সহ সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন তরফদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, যুগ্ম সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সুজা, রুবেল আহমেদ চৌধুরী, আকলু চৌধুরী, আনোয়ার হোসেন আনু, চুনু মিয়া, সাদিকুর রহমান রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান, বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রমুখ।

উল্লেখ্য, সম্পতি সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিক লিটুকে অপহরণ করে এক দল দুর্বৃত্ত। পরে থাকে উদ্ধার করা হয়। এরই প্রেক্ষিতে পুরাতন খোয়াই নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাত করেন।

প্রথম পাতা