হবিগঞ্জ বাজারে একটি গরুর মূল্য ৫ লাখ টাকা হাঁকা হয়
তারিখ: ১-অক্টোবর-২০১৪
এ কে কাওসার ॥

জমে উঠেছে ঈদের গরুর হাট। গরু ও ক্রেতা-বিক্রেতার পদভারে মুখরিত এখন জেলার প্রতিটি হাট। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ গরুর বাজারে গিয়ে লক্ষ্য করা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। পাশাপাশি গরুও উঠেছে বিপুল পরিমানে। তবে গরু ব্যবসায়ীরা জানিয়েছেন তুলনামূলক হারে বেচা-বিক্রি কম। ক্রেতারা জানান, এবার গরুর দাম অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। গরু ভেদে এক একটির দাম ২০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। এ ব্যাপারে হবিগঞ্জের বিশিষ্ট গরু খামারী ও ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ জানান, তার খামারে সর্বনিন্ম ১লাখ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা মূল্যের গরু রয়েছে। গরু গুলো ৬ মাস পূর্বে কুষ্টিয়া জেলা থেকে নিয়ে আসা হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা