কাব স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণের জন্য ॥ শহরের রামচরণ স্কুলের প্রধান শিক্ষক বদরুন্নাহারসহ ১৫ জন এখন ভারতে
তারিখ: ২১-অক্টোবর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

কাব স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশের ১৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখন ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ শহরের রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ও সিলেট বিভাগের একমাত্র মহিলা লিডার ট্রেইনার (এলটি) বদরুন্নাহার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মনোনয়নে তারা গত ১৮ অক্টোবর ভারতের কলকাতায় যান। তারা সেখানে ৯ দিন অবস্থান করে বিভিন্ন কাব স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আগামী ২৭ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা