৬টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ॥ মালিকদের পলায়ন ॥ পইল সড়কে টমটম গ্যারেজে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ চার্জার জব্দ
তারিখ: ২১-অক্টোবর-২০১৪
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ শহরে অবৈধ টমটম গ্যারেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ব্যাটারী চার্জার জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ টমটম গ্যারেজের মালিকরা পালিয়ে গেছেন। গতকাল সোমবার দুপুরে সিলেট বিদ্যুৎ কোর্ট এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হুসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় শহরের পইল রোড এলাকায় অভিযান চালিয়ে ৬টি অবৈধ টমটম গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন ও ১০টি টমটমের চার্জার, মিটার ও তার জব্দ জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় শায়েস্তানগর কবস্থান রোড এলাকার এক মহিলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটকে স্বউদ্যোগে জানান, যদি শহরের সবকটি অবৈধ গ্যারেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় তাহলে বিদ্যুতের লো ভল্ডেজ থেকে আমরা মুক্তি পাব। এসময় ম্যাজিস্ট্রেট অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

প্রথম পাতা
শেষ পাতা