কোম্পানীর বার্ষিক সভায় তথ্য প্রকাশ ॥ ১৬ হাজার কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে এনার্জি প্রীমা
তারিখ: ১৯-ডিসেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

এনার্জি প্রীমা লিমিটেড কোম্পানীর ৭ম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শাহজিবাজারে বিদ্যুত পাওয়ার স্টেশনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনার্জি প্রীমা লিমিটেড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন। সভায় বক্তব্য রাখেন এনার্জি প্রীমা লিমিটেড কোম্পানীর পরিচালক শাহাদাত হোসেন, উপদেষ্টা কামাল উদ্দিন পাটোয়ারী, কোম্পানীর সচিব আশরাফুজ্জামান প্রমুখ। সভায় কোম্পানীর বার্ষিক প্রতিবেদন পেশ করেন কোম্পানীর সচিব আশরাফুজ্জামান। সভায় কোম্পানীর শেয়ার হোল্ডারদের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস কামাল ভুইয়া, তারেকুল ইসলাম, আসাদ্দুজ্জামান, গোলাম দস্তগীর প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন শেয়ার হোল্ডারসহ বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও সাংবাদিকগণ। সভায় শেয়ার হোল্ডারদের প্রস্তাব ও সমর্থনে এবং কোম্পানীর কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে ইলিয়া আর হোসেনকে কোম্পানীর চেয়ারপার্সন নির্বাচিত করা হয়। সভাপতির বক্তব্যে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ২০১৬ সালের মধ্যে ১৬ হাজার মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুত উৎপাদনের লক্ষ্যে কাজ করছে এনার্জি প্রীমা লিমিটেড। কোম্পানীর উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুত বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের মাধ্যমে জাতীয় গ্রীডে সংযোজিত হয়। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুত উৎপাদনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যে কারণে বিদ্যুতের সমস্যা বিভিন্ন স্থানে দূর করা সম্ভব হচ্ছে।

প্রথম পাতা
শেষ পাতা