বাহুবলে দিনে-দুপুরে দুর্ষর্ধ ডাকাতি স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট
তারিখ: ১৯-ডিসেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

বাহুবলে একটি বাসায় দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাসার ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামাবাদ আবাসিক এলাকার বাসিন্দা মদরিছ মিয়ার পরিবারের লোকজন বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়ি আকিলপুরে একটি বিয়ে অনুষ্ঠানে চলে যান। এ সুযোগে দুপুরে একটি সংঘবদ্ধ ডাকাতদল বাসার তালাভেঙ্গে ভিতরে প্রবেশ করে ড্রয়ারের তালাভেঙ্গে নগদ ৩৩ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, দামী কাপড়-চোপরসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। বিকেলে বাসার লোকজন এসে দেখেন বাসার তালা ভাঙ্গা। এ সময় তারা ভিতরে প্রবেশ করে দেখেন সুকেশ ও ড্রয়ারের তালা ভাঙ্গা অবস্তায় জিনিসপত্র তছনছ করা। এ সময় বাসার লোকজন তাদের মূল্যবান জিনিসপত্রের খোজ খবর নিলে দেখেন টাকা ও স্বর্ণালংকার গুলো লুট করা হয়েছে। উল্লেখ্য, বাহুবল সদরের হামিদনগর, ইসলামাবাদ ও উপজেলা পরিষদ এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে।

প্রথম পাতা
শেষ পাতা