নবীগঞ্জে সোনার বাংলা একাডেমীর অফিস কক্ষের তালা ভেঙ্গে পিএসসি সার্টিফিকেট চুরি
তারিখ: ১-ফেব্রুয়ারী-২০১৫
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ ॥

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের অফিস কক্ষের তালা লাগানোর ক্লিপ ভেঙ্গে মূলবান কাগজপত্র তছনছ করেছে দৃর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসআই আবদুল করিমের নেতৃত্বে পুলিশ বিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে। রহস্যজনক এঘটনায় তোলপাড় চলছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত গভীর রাতে ওই প্রতিষ্ঠানের অফিস কক্ষে একদল দুর্বৃত্ত তালার ক্লিপ কেটে অফিস কক্ষে প্রবেশ করে অফিসে রক্ষিত স্টিলের আলমিরা ভেঙ্গে মূল্যবান কাগজপত্র এবং পিএসসি পরীক্ষার সার্টিফিকেট নিয়ে যায়। এছাড়াও অফিসের সকল আসবাবপত্র তছনছ করা হয়। এবিষয়ে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক এমএ বাছিত বলেন, বিশেষ একটি মহল প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এঘটনা ঘটিয়েছে। সার্বিক বিষয়ে আইন শৃংখলা বাহিনীকে অবহিত করেছি। এব্যাপারে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গতকাল সিলেট এমসি কলেজ হোস্টেল মাঠে আয়োজিত ইয়ং বাংলা সামিট অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী হিসেবে উপজেলা ও জেলা প্রশাসনের আমন্ত্রণে গ্রহণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমএ বাছিত।

প্রথম পাতা
শেষ পাতা