শহরের বানিজ্যিক এলাকায় বিরোধপূর্ণ ভূমিতে ১৪৪ ধারা জারি
তারিখ: ২৮-মে-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় বিরোধপূর্ণ দোকানভিটে ১৪৪ ধারা জারী করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। গত মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওই দোকান ভিটটিতে ১৪৪ ধারা জারি করেন। উল্লেখ্য, শহরে অবস্থিত সুলতান মাহমুদপুর মৌজার জেএল নং ১৭, খতিয়ান নং ১৩৭৫, যার দাগ নং ২৭১৭, মোয়াজী ১৬৮ পরিমান দোকান ভিটের রেকডিও  মালিক মোঃ মনিরুল হক ভূইয়া, কিন্তু ওইভিটটি দীর্ঘদিন এলাকার আব্দুল মালেক দখল করার পায়তারা করে আসছে। বিয়য়টি সমাধান করার জন্য স্থানীয় মুরুব্বিয়ান কয়েকবার সালিশ বৈঠকে বসেন। পরিবর্তীতে এক সালিশ বৈঠকে দোকান ঘরটি তালাবদ্ধ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী দোকানঘরটি তালাবদ্ধ করে রাখা হয়। কিন্তু চতুর চালাক আব্দুল মালেক ও তার ভাই হাজী সফিকুল ইসলাম মিলে দোকানঘরটি ভাড়া দেয়ার পায়তারা করে। এ  ব্যাপারে রেকডিও মালিক মনিরুল হক ভূইয়া বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ৫৩৯। ওই মামলার পরিপেক্ষিতেই আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওই ভূমির উপর ১৪৪ ধারা জারি করেন।

প্রথম পাতা