পিযূষ চক্রবর্তীকে প্রদত্ত আমমোক্তারনামা প্রত্যাহার
তারিখ: ২৮-মে-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

গোপাল চন্দ্র চৌধুরী কর্তৃক নির্দিষ্ট পরিমান ভূমির জন্য পিযূষ চক্রবর্তীকে প্রদত্ত আম মোক্তারনামা প্রত্যাহার করা হয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়া সম্পন্নের পর গোপাল চন্দ্র চৌধুরীর নিযুক্ত আইনজীবির মাধ্যমে এ আম মোক্তারনামা প্রত্যাহার করা হয়। জানা যায়, গত বছরের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত এক সালিস বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক একই বছরের ২২ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর মৌজার ৭৩৮ এসএ খতিয়ান, ৯৮৫ আরএস খতিয়ান, ৬৩১৫ নামজারি খতিয়ান, ৯০৩ এসএ দাগ, ১২৫৪২ আরএস দাগের মোট ১২ শতক বোরো রকম ভূমির দেখাশোনা, রক্ষণাবেক্ষণ ও বিক্রির জন্য শর্ত সাপেক্ষে হবিগঞ্জ শহরের আহছানিয়া মিশন রোড এলাকার বাসিন্দা বঙ্গিনী চক্রবর্তীর পুত্র পিযূষ চক্রবর্তীকে আম মোক্তার নিয়োগ করেন বানিয়াচং উপজেলার নোয়াবাদ গ্রামের বাসিন্দা গোপী চরণ চৌধুরীর পুত্র গোপাল চন্দ্র চৌধুরী। যার দলিল নং ৭৩৩৩/১৪ইং। কিন্তু সালিস বৈঠকের গৃহিত সিদ্ধান্ত পরবর্তীতে বাস্তবায়িত না হওয়ায় গত ২৪ মে দলিল নং ৩০০৯/২০১৫ইং এর মূলে প্রদত্ত আম মোক্তারনামা প্রত্যাহার করেন গোপাল চন্দ্র চৌধুরী। যা গত ২৬ মে তার নিযুক্ত আইনজীবি শাহ হারুনুর রশীদ এর মাধ্যমে আম মোক্তারনামা প্রত্যাহারের অবগতি পত্র পিযূষ চক্রবর্তীর কাছে পাঠানো হয়।

প্রথম পাতা